মৃত্যু সনদ যাচাই | অনলাইনে মৃত্যু নিবন্ধন যাচাই

আজকে আমরা জানতে চলেছি অনলাইন মৃত্যু সনদ যাচাই করার প্রক্রিয়া ও মৃত্যু নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার সহজ নিয়ম সম্পর্কে।

Bdris মৃত্যু নিবন্ধন ও সনদ

বাংলাদেশ জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ প্রণয়ন করার পর থেকে প্রত্যেক নাগরিকের জন্ম এবং মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক করা হয়। তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ উন্নয়নের ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন এখন অনলাইন ভিত্তিক হয়েছে।

এখন হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তেই অনলাইনে যে কোন ব্যক্তির জন্ম এবং মৃত্যু নিবন্ধন যাচাই করা যায়। চলুন জেনে নেই মৃত ব্যক্তির তথ্য অনলাইনে নিবন্ধিত আছে কিনা সেটি বের করার উপায় বা মৃত্যু সনদ যাচাই করার নিয়ম সম্পর্কে।

মৃত্যু সনদ যাচাই করার নিয়ম

অনলাইনে মৃত্যু সনদ যাচাই করার জন্য ভিজিট করুন https://everify.bdris.gov.bd/UDRNVerification ওয়েবসাইটে। মৃত ব্যক্তির ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নম্বর ও মৃত্যুর তারিখ নির্বাচন করুন। অতঃপর সিকিউরিটি ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করলে মৃত ব্যক্তির নিবন্ধিত তথ্য দেখা যাবে।

নিচে ছবি সহ মৃত্যু নিবন্ধন এবং মৃত্যু সনদ যাচাই করার পদ্ধতি ধাপে ধাপে সাজানো হয়েছে। খুবই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করে খুব সহজে যে কোন মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন আবেদন অনলাইন হয়েছে কিনা সেটা যাচাই করতে সক্ষম হবেন।

অনলাইন মৃত্যু সনদ যাচাই

মৃত্যু সনদ অনলাইন যাচাই করার জন্য কয়েকটি ছোট ছোট ধাপ অনুসরণ করতে হবে সেগুলো হচ্ছেঃ

  • জন্ম এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ
  • ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার ইনপুট
  • মৃত ব্যক্তির মৃত্যু তারিখ বাছাই করা
  • নিরাপত্তা ক্যাপচা

Bdris ওয়েবসাইটে প্রবেশ

মৃত্যু নিবন্ধন যাচাই অথবা মৃত্যু সনদ যাচাই করার জন্য প্রথমেই আপনাকে কম্পিউটার অথবা মোবাইল থেকে যেকোনো ব্রাউজার থেকে everify.bdris.gov.bd লিংকে প্রবেশ করতে হবে। পেজের মাঝ বরাবর Click here to verify death record লিখাতে ক্লিক করে করতে হবে।

তারপর আপনাকে মৃত্যু নিবন্ধন যাচাই করার পেজে নিয়ে যাবে। আপনি চাইলে এখানে ক্লিক করেও কাঙ্খিত পেজে পৌছাতে পারেন। মৃত্যু নিবন্ধন যাচাই করার ওয়েবসাইট দেখতে নিচের ছবির মত হবে।

অনলাইন মৃত্যু সনদ যাচাই
অনলাইন মৃত্যু সনদ যাচাই

মৃত্যু নিবন্ধন তথ্য ইনপুট

মৃত্যু নিবন্ধন আবেদন গৃহীত হলে বা মৃত্যু সনদ হয়ে গেলে একটি ১৭ সংখ্যার মৃত্যু নিবন্ধন নাম্বার দেয়া হয় বা সেটি মৃত্যু সনদে ও দিখা থাকে। উপরের ছবির মত প্রথম ঘরে Death Registration Number (মৃত্যু নিবন্ধন নাম্বার) ১৭ Digits দিতে হবে।

তারপর দ্বিতীয় ঘরে মৃত ব্যক্তির মৃত্যুর তারিখ বাছাই করতে হবে। তারিখ লেখার সময় (YYYY-MM-dd) এই ফরম্যাটে ইনপুট করতে হবে আর না হয় তারিখ নাছাই করার ক্যালেন্ডার থেকে মৃত্যু তারিখ নির্বাচন করে দিতে পারেন।

নিরাপত্তা ক্যাপচা পূরণ করা

সর্বশেষ ঘরে একটি সিকিউরিটি ক্যাপচা পুরন করতে হয়। নিরাপত্তা ক্যাপচাতে যোগ অথবা বিয়োগ অংকের ফলাফল খালি ঘরে বসাতে হয়। সবকিছু সঠিকভাবে পূরণ করা হলে নিচে দেওয়া সার্চ বাটনে ক্লিক করতে হবে।

উপরের ধাপগুলো অনুসরণ করে সঠিক তথ্য দিয়ে মৃত্যু নিবন্ধন তথ্য যাচাই করে করলে মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন তথ্য দেখতে পাবে। এভাবে যে কোন মৃত ব্যক্তির তথ্য অনলাইনে নিবন্ধিত আছে কিনা সেটা যাচাই করা যায়।

মৃত্যু সনদ যাচাই
মৃত্যু সনদ যাচাই

মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড

সাধারণ নাগরিক অনলাইন থেকে মৃত্যু নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করতে পারলেও ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ বা অরিজিনাল মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারবেনা। মৃত্যু নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কার্যালয়ে যোগাযোগ করতে হবে।

নিবন্ধ কার্যালয় থেকে মৃত্যু নিবন্ধন সনদ সংগ্রহ করার জন্য মৃত্যু সংক্রান্ত কিছু ডকুমেন্ট সহ আবেদনের নাম্বার সাথে নিয়ে যেতে হবে। তাছাড়া অধিকাংশ ক্ষেত্রেই উপরে প্রদর্শিত ছবির মত মৃত্যু নিবন্ধন অনলাইন কপি দিয়ে অনেক কাজ চালিয়ে নেওয়া যায়।

ইউনিয়ন পরিষদের মৃত্যু সনদ

বর্তমানে প্রতিটি ইউনিয়ন পরিষদে জন্ম এবং মৃত্যু নিবন্ধন সনদ প্রদান করার সেবা চালু আছে। মৃত্যু সনদ হিসেবে একটি নির্দিষ্ট ফরমেটে অনলাইন ভিত্তিক ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হয় যা Death certificate হিসেবে পরিচিত।

জন্ম ও মৃত্যু নিবন্ধন সার্ভারে মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তারিখ, মৃত্যুস্থান, লিঙ্গ, পিতা-মাতার তথ্য ব্যক্তির ঠিকানা সহ আরো বেশ কিছু তথ্য ডাটাবেজে সংগ্রহ করে রাখা হয়। এই মৃত্যু সনদ ব্যক্তির ওয়ারিশগণের বিভিন্ন আইনি সেবা ও সরকারি সেবা পেতে সহায়তা করে।

মৃত্যু নিবন্ধন যাচাই সম্পর্কিত কিছু প্রশ্ন-উত্তর

মৃত্যু নিবন্ধন যাচাই করতে কি কি লাগে?

মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন নাম্বার এবং মৃত্যুর তারিখ হলেই অনলাইনের মাধ্যমে মৃত্যু নিবন্ধন যাচাই করা যাবে।

মৃত্যু সনদ কোথায় পাওয়া যায়?

মৃত্যু সনদ প্রদান করা হয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশন থেকে।

আবেদন কতদিন পর সনদ পাওয়া যাবে?

অনলাইনে আবেদন করার পর আবেদনটি অনুমোদন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনুমোদন হয়ে গেলে যে কোন সময় নিবন্ধক অফিস থেকে সনদপত্র সংগ্রহ করা যাবে।

মৃত্যু সনদ কিভাবে করব?

মৃত্যু সনদ করার জন্য মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন নম্বর ও অন্যান্য সকল প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মৃত্যু নিবন্ধনের আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলেই মৃত্যু সনদ পাওয়া যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *