পুরাতন NID নাম্বার | ১৭ কিংবা ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করার উপায়

বাংলাদেশের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (smart nid card) হবার পর থেকে জাতীয় পরিচয় পত্র তথা nid নাম্বার ১০ সংখ্যার করা হয়েছে। প্রথমদিকে জাতীয় পরিচয়পত্র ১৩ সংখ্যার হত। এরপর ভোটার আইডি নাম্বারের প্রথমে জন্মসাল যোগ করে ১৩ সংখ্যার nid নাম্বার থেকে ১৭ সংখ্যা করা হয়।

আমাদের অনেক সময় পুরাতন nid নাম্বার প্রয়োজন হয়। যারা বিকাশ, রকেট কিংবা সিম (SIM) রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে পুরাতন 13 সংখ্যার অথবা 17 সংখ্যার nid নাম্বার ব্যবহার করেছেন, তাদের ক্ষেত্রে তথ্য আপডেট করার ক্ষেত্রে পুরাতন জাতীয় পরিচয় পত্রের প্রয়োজনীয়তা অপরিসীম।

পুরনো আইডি কার্ড দিয়ে তৈরি বিকাশ, রকেট ও নগদ একাউন্ট এর তথ্য হালনাগাদ করার ক্ষেত্রে ১০ সংখ্যা নতুন জাতীয় পরিচয় পত্র নম্বর গ্রহণ করা হয় না। এমনকি আপনার হারিয়ে যাওয়া কোন সিম কার্ড (SIM Card) পুনরায় উঠাতে চাইলেও পুরাতন nid নাম্বার প্রয়োজন হবে।

পুরাতন nid নাম্বার

পুরাতন nid নাম্বার বের করার জন্য জাতীয় পরিচয় পত্রের পেছনে পার্টে থাকা QR Code/Bar Code টি স্ক্যান করতে হবে। স্ক্যান সম্পূর্ণ হলে অনেকগুলো ট্যাক্স এর মধ্যে <pin>old nid number</pin> টেগে 17 সংখ্যার নাম্বারটি আপনার পুরাতন জাতীয় পরিচয় পত্র নাম্বার

১৭ সংখ্যার NID নাম্বার থেকে ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করতে চাইলে 17 সংখ্যার NID নম্বর থেকে প্রথম চার সংখ্যার জন্ম সাল বাদ দেওয়ার পর, অবশিষ্ট যে 13 সংখ্যা থাকবে সেটিই হবে 13 সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বার।

পুরাতন nid নাম্বার বের করার নিয়ম

পুরনো এন আই ডি কার্ডের নাম্বার বের করতে হলে আপনার কাছে নতুন NID Card থাকতে হবে। লেমিনেটিং করা কিংবা স্মার্ট জাতীয় পরিচয়পত্র উভয় কার্ডের পিছনের অংশে একটি Bar Code দেয়া থাকে। এই QR Code বা Bar Code স্ক্যান করার মাধ্যমেই জাতীয় পরিচয় পত্রের যাবতীয় তথ্য বের করা যায়, এমনকি পুরনো 13 ও 17 সংখ্যা জাতীয় পরিচয় পত্রের নাম্বার দেখা যায়।

পুরনো আইডি কার্ড নাম্বার বের করার বিষয়টি কয়েকটি ধাপে বিভক্ত করা হল

ধাপ#১ঃ QR Code/Bar Code Scanner অ্যাপ ইনস্টল

বর্তমানের অধিকাংশ মোবাইলে ডিফল্ট ভাবে একটি qr code/barcode স্ক্যানার দেয়া থাকে। তবে আপনার মোবাইলে যদি QR Code Scanner না থাকে তাহলে Google Play Store গিয়ে QR & Barcode Scanner লিখে সার্চ করলেই অনেক অ্যাপ পেয়ে যাবেন সেখান থেকে যে কোন একটি ইন্সটল করলেই হবে।

ধাপ#২ঃ NID Card's Barcode Scan

এখন QR কোড স্ক্যানার অ্যাপটি দিয়ে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশে থাকা বারকোড স্ক্যান করুন।

ধাপ#৩ঃ পুরাতন nid নাম্বার চেনা

স্ক্যান করার কাজ শেষ হলে বারকোড স্ক্যানার অ্যাপে কিছু টেক্সট প্রদর্শিত হবে। সেখানে টেক্সট আকারে জাতীয় পরিচয় পত্রের যাবতীয় ইনফর্মেশন দেয়া থাকবে। তার মধ্য থেকে <pin> </pin> Tag এর মধ্যে যেই সংখ্যা দেখতে পাবেন সেটাই হচ্ছে পুরাতন nid নাম্বার।

পুরাতন nid নাম্বার
fig: find out old nid number
উপরের ছবিটি লক্ষ্য করলে বুঝতে পারব কিউআর কোড স্ক্যান করার পর যেই টেক্সটগুলো পাওয়া যাবে তার মাঝে পুরাতন জাতীয় পরিচয়পত্র নাম্বার কোনটি। ছবিতে তীর চিহ্ন দ্বারা দেখানো বক্সের ভেতর যে সংখ্যাটি দেখানো হয়েছে সেটাই হচ্ছে ১৭ সংখ্যার পুরনো nid নাম্বার

smart NID নাম্বার থেকে ১৭ সংখ্যার nid

আমরা সকলেই জানি বাংলাদেশের স্মার্ট জাতীয় পরিচয় পত্রের নাম্বার হলো ১০ সংখ্যার। তবে যাদের পূর্বে প্লাস্টিকের তথা লেমিনেটিং করা জাতীয় পরিচয় পত্র ছিল এবং পরবর্তী সময়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছে তাদের ক্ষেত্রে পুরনো 17 কিংবা 13 সংখ্যার জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হয়ে থাকে।


নতুন 10 সংখ্যা বিশিষ্ট এনআইডি নাম্বারে সাথে পূর্বের এনআইডি নাম্বারের কোন প্রকার মিল না থাকায়, যারা পুরাতন NID নাম্বার ব্যবহার করে বিকাশ, রকেট কিংবা SIM উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে ঐ সকল তথ্য হালনাগাদ এর জন্য পুরনো nid নাম্বারের প্রয়োজন হবে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক smart NID নাম্বার থেকে ১৭ সংখ্যার nid নাম্বার বের করার সবথেকে সহজ এবং কার্যকরী নিয়ম সম্পর্কে

১০ সংখ্যার smart NID থেকে ১৭ সংখ্যার NID card Number

স্মার্ট জাতীয় পরিচয় পত্রের পেছনের অংশে একটি বারকোড দেয়া থাকে। উপরে বর্ণিত তিনটি ধাপ অতিক্রম করার মাধ্যমে খুব সহজে আপনি পুরনো জাতীয় পরিচয় পত্রের নাম্বার বের করতে পারবেন। ধাপ গুলো খুবই সহজ, একটি বার কোড স্কেনার অ্যাপ দিয়ে nid কার্ডের পেছনের অংশের BarCode স্কেন করলেই ১৭ সংখার old nid number পেয়ে যাবেন।

তবে আপনার কাছে যদি নতুন কিংবা স্মার্ট জাতীয় পরিচয় পত্র না থেকে থাকে তাহলে কোন অবস্থাতেই পুরনো এনআইডি নাম্বার বের করতে পারবেন না। যদিও কিছুদিন পূর্বে বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি সার্ভার থেকে জাতীয় পরিচয় পত্রের তথ্য বের করা যেত, বর্তমানে এই সেবাটিও বন্ধ রয়েছে।

১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার

NID Card এর বেক পার্টটিতে থেকা qr code স্কেন করার পর একটি পিন নাম্বার পাওয়া যাবে। এই পিন কোড ১৭ সংখ্যার হয়ে থেকে। এই কোডের প্রথম ৪টি সংখ্যা বেক্তির জন্মসাল নির্দেশ করে। জন্মসাল বাদ দিয়ে বাকি ১৩ সংখ্যার নাম্বারটি পুরাতন 13 Digits NID Number নির্দেশ করে।

এভাবে আপনি চাইলে যে কোন ভোটার আইডি কার্ডের পুরাতন ১৩ সংখ্যার NID নাম্বার বের করতে পারবেন। আর সম্পূর্ণ পিন বা 17 Digits PIN নাম্বার এনাআইডি কার্ডের সম্পূর্ণ বা ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার নির্দেশ করে।

পুরাতন nid কার্ডের নম্বর বের করার নিয়ম

আপনি যখন আপনার হাতে থাকা জাতীয় পরিচয় পত্রের পেছনের বারকোড স্ক্যান করবেন তখন কিছু টেক্স দেখতে পাবেন। এই ট্যাক্স এর মধ্যেই old NID number দেখতে পাবেন। কিভাবে 17 সংখ্যার পুরনো এনআইডি নাম্বার এবং 13 সংখ্যার পুরাতন এনআইডি নাম্বার খুঁজে বের করবেন সেটি দেখি দেয়া হলঃ

17 কিংবা ১৩ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার

আপনাদের বোঝার সুবিধার্থে উপরের ছবিতে পিন নাম্বার থেকে ১৭ সংখ্যার কিংবা ১৩ সংখ্যা জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করার বিষয়টি স্পষ্ট ভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সম্পূর্ণ পিন নাম্বারটি হল 17 সংখ্যার জাতীয় পরিচয় পত্র নাম্বর। তার থেকে প্রথম ৪টি ডিজিট বাদ দিলে হয়ে যাবে 13 সংখ্যার এন আই ডি নাম্বার।

এভাবেই খুব সহজে নতুন আইডি কার্ড থেকে অর্থাৎ ১০ সংখ্যার জাতীয় পরিচয় পত্র থেকে পুরনো nid নাম্বার বের করতে পারবেন।

উপসংহারঃ আজকের এই গুরুত্বপূর্ণ প্রকৃতি আপনার কেমন লেগেছে সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এর চেয়েও সহজ কোন উপায় আপনার জানা আছে কি না সেটিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। লেখাটি আপনার কাছে উপকারী মনে হলে ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুকে এ বিষয়ে অবগত করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url