পাসপোর্ট হারানো জিডি করার নিয়ম

পাসপোর্ট হারিয়ে গেলে জিডি করার জন্য প্রথমে নিকটস্থ থানায় একটি লিখিত আবেদন করতে হবে।পাসপোর্ট হারানোর জিডিতে  অবশ্যই পাসপোর্ট ধারীর নাম, পাসপোর্ট নাম্বার, ইস্যুর তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সহ ইস্যুর স্থান উল্লেখ থাকতে হবে।

পাসপোর্ট হারানো জিডি

পাসপোর্ট হারিয়ে গেলে প্রথমেই যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত সেটি হচ্ছে যেই থানার আওতাধীন আপনার পাসপোর্টটি হারিয়েছে সেই থানায় একটি লিখিত সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি আবেদন করা। পাসপোর্ট হারিয়ে যাওয়া সম্পর্কে সুন্দরভাবে একটি ডায়েরি লিখিয়ে দুটি কপি করে নিতে হবে।

জিডির উভয় কপিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিডি নাম্বার, পুলিশ কর্মকর্তার নাম, স্বাক্ষর ও পদবী উল্লেখ সহকারে থানার সিল সংযোজন করে দিবে। দুটি জিডি কপির মধ্য থেকে একটি কপি থানায় জমা রাখবে এবং অন্যটি আপনি নিজের কাছে রেখে দিবেন। পরবর্তীতে পাসপোর্ট রি-ইস্যু সহ বিভিন্ন কাজে এই জিডির কপি প্রয়োজন হতে পারে।

পাসপোর্ট হারানো জিডি লিখার নিয়ম

আমরা সাধারণত কোন দরখাস্ত যে নিয়মে  লিখি, থানায় সাধারণ ডায়েরি লিখার নিয়ম ঠিক সেরকমই। আবেদনটির প্রথমেই তারিখ, ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশ স্টেশনের নাম। বিষয়ের স্থলে পাসপোর্ট হারানোর বিষয়ে সাধারণ ডায়েরী করার আবেদন এরকম ভাবে লিখতে হবে।
পাসপোর্ট হারানো জিডি করার নিয়ম
fig:হারানো পাসপোর্টের জিডি লিখার নমুনা
বিষয়টি আরো সহজ করার জন্য পাসপোর্ট হারিয়ে গেলে থানায় জিডি লেখার আবেদনপত্রটির একটি নমুনা দেওয়া হল, আপনার পাসপোর্ট অনুসারে কিছু তথ্য সংযোজন এবং পরিবর্তন করার মাধ্যমে খুব সহজে একটি সাধারণ ডায়েরি আবেদন করতে পারবেন।

পাসপোর্ট হারানোর জিডির নমুনা

পাসপোর্ট হারিয়ে গেলে থানায় GD আবেদনটি যেরূপ হবে তার একটি নমুনা নিচে দেওয়া হল।


তারিখঃ
ভারপ্রাপ্ত কর্মকর্তা
পুলিশ স্টেশনের নাম
উপজেলা, জেলা

বিষয়ঃ পাসপোর্ট হারানোর বিষয়ে সাধারণ ডায়েরী করার আবেদন

জনাব,
যথাযোগ্য সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি- আপনার নাম পিতা- পিতার নাম, আমার নামে ইস্যু করা পাসপোর্টটি গত ২১ জানুয়ারি রোজ শনি বার আনুমানিক বিকাল ৪ঃ০০ সময় (হারানোর তারিখ ও সময়) কাকলি বনানি এলাকায় (হারানোর এলাকা) হারিয়ে ফেলি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরেও পাসপোর্ট এর কোন হদিস পায়নি। পাসপোর্টটির তথ্য নিম্নরুপঃ-
  • নাম-
  • পাসপোর্ট নম্বর-
  • ইস্যুর স্থান-
  • ইস্যুর তারিখ-
  • মেয়াদ উত্তীর্ণের তারিখ-
এমতাবস্থায়, মহোদয়ের নিকট আমার বিনীত আবেদন এই যে, পাসপোর্টটি হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়েরী ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে আপনার মর্জি হয়।

স্বাক্ষর
নাম-
পাসপোর্ট নং-
মোবাইল নম্বর-
ঠিকানা

পাসপোর্ট হারানো জিডি pdf

পাসপোর্ট হারানোর জিডি করার বিষয়টি আরো সহজ করার জন্য জিডির আবেদন সম্পূর্ণ লেখা আছে এমন একটি পিডিএফ আপনাদের মাঝে শেয়ার করা হলো। আপনারা চাইলে এখন পাসপোর্ট হারানোর জিডি pdf ফাইলটি ডাউনলোড করে আপনার পাসপোর্ট অনুসারে কিছু তথ্য সংশোধন করে ব্যবহার করতে পারেন।


আমাদের দেওয়া পাসপোর্ট হারানোর জিডি পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পর যেকোনো পিডিএফ এডিটর এর মাধ্যমে ওপেন করবেন। আপনার পাসপোর্ট অনুসারে তথ্যগুলো পরিবর্তন করে কাঙ্খিত থানায় জমা দিবেন।

হারানো পাসপোর্ট সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর FAQ

পাসপোর্ট হারানোর কত দিনের মধ্যে থানায় জিডি করতে হয়?

পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়েরি লিখে ফেলা উচিত। তবে 30 দিনের মধ্যে থানায় হারানো পাসপোর্ট সম্পর্কে লিখিত আবেদন করা যায়। খুব বেশি পুরনো হলে থানায় আবেদন গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করতে পারে।

হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার উপায় কি?

হারানো পাসপোর্ট ফিরে পাওয়ার বিষয়টি ভাগ্যের উপর নির্ভর করে। তবে আপনার দিক থেকে যা করা সম্ভব তা হচ্ছে পাসপোর্ট হারানোর পর, যে থানার আওতাধীন পাসপোর্ট হারিয়েছে সেখানে একটি জিডি করিয়ে রাখা। পুলিশ কর্মকর্তারা তাদের নিজের মত করে পাসপোর্ট পেতে চেষ্টা করবে এবং সেটি পেলে আপনাকে অবগত করা হবে।

পাসপোর্ট হারিয়ে গেলে নতুন পাসপোর্ট করা যাবে?
পাসপোর্ট হারালে নতুন পাসপোর্ট বানানো যায় এর জন্য পাসপোর্ট রি-ইস্যু আবেদন করতে হয়। পাসপোর্ট রি ইস্যু আবেদন করার জন্য হারানো পাসপোর্ট এর জিডি কপি, পাসপোর্ট এর প্রয়োজনীয় তথ্য এবংজাতীয় পরিচয় পত্র প্রয়োজন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url