পাসপোর্ট করতে কত টাকা লাগে | ই পাসপোর্ট ফি কত ২০২৩
দালাল ছাড়া নিজে নিজে পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং ই পাসপোর্ট ফি কত ২০২৩ সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে এই লিখাটি সাজানো হয়েছে। ই-পাসপোর্টের সরকার নির্ধারিত ফি সম্পর্কে জ্ঞান থাকলে দালাল চক্রের প্রতারণা হতে নিজেকে রক্ষা করা সম্ভব।
বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। যে কোন বাংলাদেশী নাগরিক চাইলেই অনলাইনের মাধ্যমে নতুন ই-পাসপোর্ট আবেদন অথবা পুরাতন পাসপোর্ট রিনিউ করতে পারবে। নতুন ই-পাসপোর্ট আবেদন ফি এবং পাসপোর্ট রিনিউয়াল ফি একই।
পাসপোর্টের মেয়াদ, ডেলিভারির ধরন এবং পাসপোর্ট এর পৃষ্ঠের উপর নির্ভর করে ই পাসপোর্ট ফি ভিন্ন ভিন্ন হয়। ১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট এক্সপ্রেস ডেলিভারিতে করতে যে পরিমান ফি দিতে হবে সে তুলনায় ৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই-পাসপোর্ট রেগুলার ডেলিভারিতে করতে অনেক কম টাকা খরচ হবে।
পাসপোর্ট করতে কত টাকা লাগে
৫ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?
- Regular Delivery
- Express Delivery and
- Super Express Delivery
৫ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি
৫ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি
১০ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে?
১০ বছর মেয়াদী ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি
- ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে Regular Delivery করতে ৮০৫০ টাকা
- ৪৮ পৃষ্ঠার ই পাসপোর্ট ১০ বছর মেয়াদে Express Delivery করতে ১০৩৫০ টাকা
১০ বছর মেয়াদী ৬৪ পৃষ্ঠার ই পাসপোর্ট ফি
- ৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার রেগুলার ডেলিভারি ফি ৮০৫০টাকা
- ৫ বছর মেয়াদে ৬৪ পৃষ্ঠার এক্সপ্রেস ডেলিভারি ফি ১০৩৫০টাকা
ই পাসপোর্ট ফি কত
প্রাপ্তি👉 ধরন👇 | রেগুলার (টাকা) | এক্সপ্রেস (টাকা) | সুপার এক্সপ্রেস |
---|---|---|---|
৫ বছর ৪৮ পৃষ্ঠা |
৪০২৫ | ৬৩২৫ | ৮৬২৫ |
৫ বছর ৬৪ পৃষ্ঠা |
৬৩২৫ | ৮৬২৫ | ১২০৭৫ |
১০ বছর ৪৮ পৃষ্ঠা |
৫৭৫০ | ৮০৫০ | ১০৩৫০ |
১০ বছর ৬৪ পৃষ্ঠা |
৮০৫০ | ১০৩৫০ | ১৩৮০০ |
উল্লেখ্যঃ উপরোক্ত সকল পাসপোর্ট ফি এর সাথে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
Note: সরকারি চাকরিজীবী যাদের NOC আছে আথবা যারা অবসরপ্রাপ্ত (PLR) তাদের ক্ষেত্রে পাসপোর্ট ফিতে ভিন্নতা রয়েছে। তারা রেগুলার ডেলিভারি ফি প্রদান করে এক্সপ্রেস ডেলিভারি পাবে। এক্সপ্রেস ডেলিভারি ফি দিয়ে সুপার-এক্সপ্রেস ডেলিভারিতে ই পাসপোর্ট করতে পারবে।
e-Passport fee for 48 pages and 5 years
- Regular delivery: TK 4,025
- Express delivery: TK 6,325
- Super Express delivery: TK 8,625
e-Passport fee for 48 pages and 10 years
- Regular delivery: TK 5,750
- Express delivery: TK 8,050
- Super Express delivery: TK 10,350
e-Passport fee for 64 pages and 5 years
- Regular delivery: TK 6,325
- Express delivery: TK 8,625
- Super Express delivery: TK 12,075
e-Passport fee for 64 pages and 10 years
- Regular delivery: TK 8,050
- Express delivery: TK 10,350
- Super Express delivery: TK 13,800
বিদেশ থেকে বাংলাদেশী পাসপোর্ট করতে কত টাকা লাগে
অন্যান্য দেশ থেকে বাংলাদেশ এম্বাসি মাধ্যমে ই পাসপোর্ট করতে যত টাকা লাগে তা নিচে দেয়া হলো
Passport Type | Fee (USD) |
---|---|
48 Pages 5 Years |
|
48 Pages 10 Years |
|
64 Pages 5 Years |
|
64 Pages 10 Years |
|
ই পাসপোর্ট ফি সম্পর্কিত কিছু প্রশ্ন-উত্তর
ই পাসপোর্ট করতে কত টাকা লাগে?
অনলাইনে ই পাসপোর্ট আবেন কেরতে পাসপোর্টের ধরন ও ডেলিভারির সময়ের উপর নির্ভর করে ৪০২৫ টাকা থেকে ১৩৮০০ টাকা পর্যন্ত ফি প্রদান করতে হয়। পাসপোর্টের পৃষ্ঠার সংখ্যার উপর ও টাকার পরিমান নির্ভর করে।
ব্যংক ড্রাফ্ট করতে অতিরিক্ত ফি দিতে হয়?
পাসপোর্ট ফি অনলাইনে এবং অফলাইনে ব্যংকের মাধ্যমে প্রদান করা যায়। বিকাশ, রকেট, নগদে ফি পরিশোধের ক্ষেত্রে সামান্য পরিমান অতিরিক্ত সার্ভিস চার্জ লাগলেও ব্যংক ড্রাফ্টের জন্য কোন প্রকার অতিরিক্ত টাকা দিতে হয় না।
ঘরে বসে ই পাসপোর্ট ফি দেয়া যায়?
এখন আপনি চাইলেই ঘরে বসে ই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি দিতে পারবেন। অনলাইন ই পাসপোর্ট ফি প্রদানে কার্ড পেমেন্ট, মোবাইল ব্যংকিং, e-wallet ব্যবহার কারা যায়। তবে এ ক্ষেত্রে প্রায় ১৫ টাকা চার্জ দিতে হয়।