আগারগাঁও পাসপোর্ট অফিস ফোন নাম্বার, ঠিকানা | পাসপোর্ট হেল্প লাইন

ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসের ফোন নাম্বার, E mail Address, Helpline Number, যোগাযোগের ঠিকানা সহ আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কিত সকল তথ্য জানাতে পারবেন। বিভিন্ন প্রয়োজনে পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হতে পারে। তার জন্য দরকার অফিসের ফোন নাম্বার ও ঠিকানা।

আগারগাঁও পাসপোর্ট অফিস - Divisional passport office Dhaka

৯ তলা বিশিষ্ট সু-বিশাল দালানে পাসপোর্ট সেবা নিয়ে প্রস্তুত বাংলাদেশের সবচেয়ে বড় পাসপোর্ট অফিস। এটি ঢাকা বিভাগের অন্যতম এবং বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। গুলশান, ধানমন্ডি, তেজগাঁও এবং রমনার মতো গুরুত্বপূর্ণ এলাকা সহ ১৭টি এলাকায় Agargaon Passport Office নাগরিকদের পাসপোর্ট সেবা নিশ্চিত করে আসছে।

চিত্রঃ আগারগাঁও পাসপোর্ট অফিস ফোন নাম্বার, ঠিকানা

আগারগাঁও পাসপোর্ট অফিসকে পাসপোর্ট অফিসের হেড অফিস ও বলা হয়ে থাকে। ১৯৬২ সালে এটি পরিদপ্তর হিসেবে জোনাল কার্যালয়, ঢাকা এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস হিসেবে প্রতিষ্ঠিত হলেও ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ রুপে কার্যক্রম শুরু হয়।

পাসপোর্ট হেল্প লাইন

আগারগাঁও পাসপোর্ট অফিস হেল্প লাইন নাম্বার হলো ০১৭৩৩৩৯৩৩৯৯ এবং ০১৭৩৩৩৯৩৩২৩ জরুরী প্রয়োজনে ইমেল করতে পারেন dpassport@pasport.gov.bd অথবা E-mail: rpoagargaon@passport.gov.bd

তাছাড়া পাসপোর্ট অফিস প্রবেশ পথেই MRP এবং e passport হেল্প ডেস্ক পেয়ে যাবেন। এই তথ্য আনুসন্ধান কেন্দ্র থেকে পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন সহায়তা পাওয়া যাবে। রিজিওনাল পাসপোর্ট অফিস আগারগাঁও ইমাইল আইডি হলো rpoagargaon@passport.gov.bd এবং ঢাকা পাসপোর্ট অফিসের email: dpassport@pasport.gov.bd

পাসপোর্ট হেল্প লাইন
Help line 01733393323
Mobile No. 01733393399
Land line 02-48121257
Email rpoagargaon@passport.gov.bd
Mail id rpoagargaon@passport.gov.bd

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা হলো ই-৭, এলজিইডি রোড, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭। পাসপোর্ট অফিসের ঠিকানা E-7, LGED Road, Agargaon, Shere-E-Bangla Nagar, Dhaka-1207 বললে যে কেউ চিনে যাবে।

ঢাকা পাসপোর্ট অফিসের ঠিকানা টেবিল আকারে সাজানো হয়েছে। নিচের টেবিল্টি লক্ষ করলে খুব সহজে এক নজরে পাসপোর্ট অফিস আগারগাঁও এর লোকেশন বুঝতে পারবে।

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা
Road no. E-7
Area Agargaon
Thana Shere-E-Bangla Nagar
City Dhaka
Post Code 1207

ঢাকা পাসপোর্ট অফিসের ফোন নাম্বার

পাসপোর্ট সম্পর্কিত যে কোন সহায়তার জন্য পাসপোর্ট অফিসের ফোন নাম্বার 01733393323 এ সকাল ৯ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ পর্যন্ত কথা বলতে পারবেন। আগারগাঁও পাসপোর্ট অফিসের আরো একটি মোবাইল নাম্বার হলো 01733393399

পাসপোর্ট অফিসের ফোন নাম্বার

  • 01733393323
  • 01733393399
পাসপোর্ট অফিসের Email Address
  • rpoagargaon@passport.gov.bd
  • dpassport@pasport.gov.bd

পাসপোর্ট হেড অফিসের ঠিকানা

পাসপোর্ট হেড অফিস অর্থাৎ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা এর ঠিকানা হলো

E-7, Agargaon, Shere-E-Bangla Nagar, Dhaka-1207

ই-৭, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

রিজিওনাল পাসপোর্ট অফিস আগারগাঁও ইমাইল আইডি হলো rpoagargaon@passport.gov.bd এবং ঢাকা পাসপোর্ট অফিসের email: dpassport@pasport.gov.bd

পাসপোর্ট অফিসের সময়সূচী

সপ্তাহে ৫দিন রবি বার থেকে বৃহস্পতি বার সকাল ৯ঃ০০ টা থকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত সরকারি নিয়ম আনুসারে আগারগাও পাসপোর্ট অফিস খোলা থাকে। সকল সরকারি ছুটির দিনে এই প্রতিষ্ঠান বন্ধ থাকে। আগারগাঁও পাসপোর্ট অফিসের সময়সূচী নিচে তালিকা আনুসারে উপস্থাপন করা হলো-

পাসপোর্ট অফিসের সময়সূচী
বার অফিস শুরু অফিস শেষ
রবি বার ৯ঃ০০ AM ৫ঃ০০ PM
সোম বার ৯ঃ০০ AM ৫ঃ০০ PM
মঙ্গল বার ৯ঃ০০ AM ৫ঃ০০ PM
বুধ বার ৯ঃ০০ AM ৫ঃ০০ PM
বৃহস্পতি বার ৯ঃ০০ AM ৫ঃ০০ PM
শুক্র বার সাপ্তাহিক ছুটির দিন
শনি বার সাপ্তাহিক ছুটির দিন

Agargaon Passport Office Heloline

Agargaon passpor office helpline মোবাইল নাম্বার ০১৭৩৩৩৯৩৩৬৬ এছাড়া একটি টেলিফোন নাম্বার ও রয়েছে ০২-৪৮১২১২৫৭ এই ল্যান্ড লাইনে ফোন করেও সহায়তা পেতে পারেন।

  1. মোবাইল নাম্বার ০১৭৩৩৩৯৩৩৬৬
  2. টেলিফোন নাম্বার ০২-৪৮১২১২৫৭

আগারগাঁও পাসপোর্ট অফিস বন্ধের দিন

আগারগাঁও পাসপোর্ট অফিস সরকারি অফিস হয়ায় এর বন্ধের তালিকা অন্যান্য সরকারি প্রতিস্থানের মতই সপ্তাহে শুক্র ও শনি বার বন্ধ থাকে। এছাড়া সরকারি সকল বন্ধের দিন এই পাসপোর্ট অফিস বন্ধ থাকে।

পাসপোর্ট অফিস বন্ধের দিন

  • শুক্র বার
  • শনি বার
  • সকল সরকারি ছুটির দিন

আগারগাঁও পাসপোর্ট অফিসের সেবা সমূহ

আগারগাঁও পাসপোর্ট অফিসে পাসপোর্টের সকল সেবা চালু আছে। বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম শুরু করে ৪টি অফিসে। তার মধ্যে আগারগাঁও পাসপোর্ট অফিস অন্যতম।

নতুন পাসপোর্টের আবেদন, MRP Passport থেকে e Passport এবং পাসপোর্ট সংশোধন সহ সকল সেবাই চালু রয়েছে। বিভাগীয় পাসপোর্ট অফিস হয়ায় পাসপোর্ট সেবা প্রদানে কোন প্রকার সীমাবদ্ধতা নেই।

পাসপোর্ট এর যে সকল সেবা আগারগা অফিসে পাওয়া যাবে তার তালিকা লিস্ট আকারে প্রকাশ করা হলো-

উপরে বর্ণিত সেবা সমূহ আগারগাঁও পাসপোর্ট অফিসে সাধারন, জরুরী, আতি জরুরী ভিত্তিতে পাওয়া যাবো

আগারগাঁও পাসপোর্ট অফিসে কভাবে যাবেন

ঢাকার বিভিন্ন স্থান থেকে আগারগাঁও পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হলো
পাসপোর্ট অফিসকিভাবে যাবেন
মিরপুর ১ ছাড়া সব সেক্টর হতে এখান থেকে কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, তালতলা হয়ে আগারগাও বাস ষ্টেশন যেতে হবে। সেখান থেকে পায়ে হেটে ২ মিনিট লাগবে। এখান থেকে আগারগাও বাস স্টপ পর্যন্ত শিকড়, বিহঙ্গ, আয়াত, হিমাচল, মিরপুর মেট্রো সহ সকল বাস।
মিরপুর ১ হতে এখান থেকে মিরপুর ১০ নং হয়েও আসা যাবে তবে বেস্ট রোড হচ্ছে টেকনিকাল, কল্যাণপুর, শ্যামলী হয়ে শিশু মেলা যাওয়া। সেখান থেক পূর্বে পায়ে হেটে কিংবা লেগুনা রিক্সা করে। বেশ কিছু বাস এর মধ্যে প্রজাপ্রতি, মিরপুর মেট্রো, দিশারী, ট্রান্স সিল্ভা, বাহন সহ বেশ কিছু বাস। মিরপুর বাংলা কলেজ থেকেও লেগুনা করে ৬০ ফিট হয়ে সরাসরি যাওয়া যায়।
ফার্মগেট/ কাওরান বাজার হতে এখান থেকে খামারবাড়ি, বিজয় সরনি, আইডিবি ভবন হয়ে আগারগাও বাস স্ট্যান্ড। তারপর এখান থেকে পশ্চিমে পায়ে হেটে ২ মিনিট।
মহাখালি/গুলশান/বাড্ডা/রামপুরা হতে সরাসরি আলিফ কিংবা বৈশাখী বাসে। এই বাস মহাখালি, প্রধানমন্ত্রী কার্যালয় এর সামনে দিয়ে বিজয় সরনি, আগারগাও বাস স্ট্যান্ড হয়ে সরাসরি পাসপোর্ট অফিস এর সামনে দিয়ে যায়।
উত্তরা/এয়ারপোর্ট হতে এখান থেকে মহাখালি হয়ে আসা সহজ। তবে চাইলে মিরপুর এর যেকোনো বাসে আসা যাবে। সরাসরি আসতে হলে আলিফ(হলুদ রঙের) বাস এ আসা যাবে অথবা বিকাশ পরিবহনে বিজয় সরনি নেমে সেখান থেকে যেকোনো বাস কিংবা রিক্সা।
শাহবাগ/প্রেসক্লাব/পল্টন/গুলিস্তান হতে এখান থেকে মিরপুর গামী সকল বাসে করে আগাওগাও বাস স্ট্যান্ড কিংবা শ্যামলী শিশু মেলা নামা যাবে। তারপর পায়ে হেটে কিংবা রিক্সায় সরাসরি।
নিউ মার্কেট/কলাবাগান/ধানমন্ডি হতে এখান থেকে আসার সহজ রাস্তা হল আসাদ গেট, গণভবন, মোহাম্মদপুর, সোহরাওয়ারদী হাসপাতাল হয়ে শ্যামলী শিশু মেলা। তারপর পায়ে হেটে। মিরপুর গামী সকল বাসে আসা যাবে যেমন দিশারী, বাহন, ট্রান্সসিল্ভা, গাবতলি ৮নং ইত্যাদি। তবে আর একটি রাস্তা হল আসাদ গেট সংসদ ভবনের সামনে দিয়ে আগাওগাও বাস স্ট্যান্ড(মিরপুর মেট্রো বাস)।
গাবতলি/সাভার/ নবীনগর/বাইপাইল হতে এখান থেকে টেকনিক্যাল, কল্যাণপুর শ্যামলী হয়ে শিশু মেলা, তারপর পায়ে হেটে। উল্লেখযোগ্য বাস এর মধ্যে লাব্বাইক, এম এম লাভ্লি, সাভার পরিবহন, গাবতলি ৮ নং ইত্যাদি।
মৌচাক/মালিবাগ/কমলাপুর হতে এখান থেকে সরাসরি আয়াত বাসে করে আগারগাও বাস স্ট্যান্ড নামা যাবে। মেট্রো রেল চালু হলে কমলাপুর থেকে সরাসরি আগাওগাও বাস ষ্টেশন নামা যাবে তারপর সেখান থেকে পায়ে হেটে।
নারায়ণগঞ্জ হতে সরাসরি আসতে হলে হিমাচল বাসে আগারগাও বাস স্টপ কিংবা মেঘলা বাসে করে শাহবাগ/কলাবাগান।তারপর শাহবাগ/ কলাবাগান হতে মিরপুর গামী সকল বাসে আগারগাও বাস স্ট্যান্ড কিংবা শিশু মেলা।

আগারগাঁও পাসপোর্ট অফিসে কোন তলায় কি সেবা পাবেন

৯ তলা বিশিষ্ট আগারগাঁও পাসপোর্ট অফিসের কোন তলায় কত নাম্বার কক্ষে কি সেবা দিয়ে থাকে তা না জানা থাকলে আপনাকে অনেক ভুগান্তির সিকার হতে হবে। তাই চলুন জেনে নেই পাসপোর্ট অফিসের কোন তলায় কি সেবা দিয়ে থাকে।

Agargaon passport office এর কোন রুমে কি কাজ হয়
কক্ষ নাম্বার সেবার ধরন
১ম তলায় সেবা সমূহ
১০১ অনলাইনে ডকুমেন্ট যাচাই ও এনরোলমেন্ট
১০২ আবেদনপত্র জমা (মহিলা)
১০৩ আবেদন জমা (পুরুষ)
১০৪ আবেদন যাচাই কেন্দ্র
১০৫ তথ্য অনুসন্ধান কেন্দ্র
২য় তলায় সেবা সমূহ
২০১ পাসপোর্ট বিতরণ
২০২ সহকারী পরিচালকের কক্ষ
২০৩ পাসপোর্ট ডিসপাচ শাখা
৩য় তলায় সেবা সমূহ
৩০১ প্রি এনরোলমেন্ট
৩০৩ প্রকল্প পরিচালক কক্ষ
৩০৪ ডাটা সেন্টার
৩০৭ আবেদনপত্রের সিরিয়াল টোকেন
৫ম তলায় সেবা সমূহ
৫০১ পাসপোর্ট পেমেন্ট যাচাই
৫০৪ বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ (মহিলা)
৫০৫ বায়োমেট্রিক্স তথ্য সংগ্রহ (পুরুষ)

উপসংহারঃ আশা করছি আজকের আগারগাঁও পাসপোর্ট অফিস সম্পর্কিত বিস্তারিত আলোচনা আপনার ভালো লেগেছে। পাসপোর্ট অফিসের ঠিকানা ফোন নাম্বার এবং হেল্পলাইন এবং লিখাটি উপকারী মনে হলে ফেসবুকে বউয়ের সাথে শেয়ার করতে পারেন।

FAQs

পাসপোর্ট হেল্প লাইন কত?

  • Help line 01733393323
  • Mobile No 01733393399
  • Land line 02-48121257

পাসপোর্ট অফিস ফোন নাম্বার কি?

পাসপোর্ট সম্পর্কিত যে কোন সহায়তার জন্য পাসপোর্ট অফিসের ফোন নাম্বার 01733393323 এ সকাল ৯ঃ০০ থেকে বিকাল ৫ঃ০০ পর্যন্ত কথা বলতে পারবেন।

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা

আগারগাঁও পাসপোর্ট অফিসের ঠিকানা হলো ই-৭, এলজিইডি রোড, আগারগাঁও , শের-ই-বাংলা নগর , ঢাকা-১২০৭

Next Post Previous Post
2 Comments
  • Jakariya Hawladar
    Jakariya Hawladar March 5, 2023 at 10:56 PM

    গুগল মেপ যুক্ত করে ভালো করেছেন। একদম সঠিক লোকেশন দেখায়।

    খুবই দরকারি ছিলো। ধন্যবাদ শেয়র করার জন্য

    • Riazul Islam
      Riazul Islam March 7, 2023 at 2:38 AM

      ধন্যবাদ আপনার মতামতের জন্য।

Add Comment
comment url