জন্ম নিবন্ধন ফি কত টাকা 2023 | নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন ফি
নতুন জন্ম নিবন্ধন করতে হলে একটি নির্ধারিত সরকারি ফি পরিশোধ করতে হয়। এই জন্ম নিবন্ধন ফি কত টাকা তা জানা না থাকার কারনে ইউনিয়ন পরিশোধে অতিরিক্ত টাকা নিয়ে থাকে। জন্ম নিবন্ধন আবেদন আনলাইন কিংবা অফলাইন যেভাবেই করা হোকনা কেনো, নিবন্ধন ফি বাধতামুলক দিতে হয়।
জন্ম নিবন্ধন ফি কত ২০২৩
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ এবং সর্বশেষ জন্ম নিবন্ধন গেজেট আনুসারে, শিশুর জন্ম গ্রহনের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বিনামূল্যে (শূন্য টাকা) করা হয়। শিশুর বয়স ৪৫ দিন থেকে ৫ বছর হলে নতুন জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা। বয়স ৫ বছরের বেশি হলে ৫০টাকা জন্ম নিবন্ধন ফি হিসেবে দিতে হয়।
নতুন জন্ম নিবন্ধন আথবা জন্ম নিবন্ধন সংশোধন করার ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফিসের বাহিরে কোন প্রকার আর্থিক লেনদেন ঘুষ বলে গণ্য করা হবে। তাই আমাদের নতুন জন্ম নিবন্ধন ও সংশোধন খরচ সম্পর্কে স্পষ্ট ধারনা থাকা উচিত।
জন্ম নিবন্ধন ফি কত টাকা
শিশুর বয়সের উপর ভিত্তি করে জন্ম নিবন্ধন ফি পরিবর্তিত হয়। চলুন জেনে নেই জন্ম নিবন্ধন করতে সরকারি ফি কত টাকা?
- ৪৫ দিনের কম বয়সী শিশু ফ্রী
- ৪৫দিন থেকে ৫ বছর হলে ২৫ টাকা
- ৫ বছরের বেশি হলে ৫০টাকা
শিশু/বাচ্চার বয়স | নিবন্ধন ফি |
---|---|
জন্ম থেকে ৪৫ দিন পর্যন্ত | বিনামূল্যে (শূন্য) |
৪৬ দিন থেকে ৫ বছর | ২৫ টাকা |
৫ বছরের বেশি বয়স | ৫০ টাকা |
জন্ম নিবন্ধন সংশোধন ফি কত টাকা
অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অনুমোদিত হয়ে গেলে নির্ধারিত সংশোধন ফি নিয়ে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা/কাউন্সিল আফিসে যোগাযোগ করতে হবে। সংশোধন আবেদটি ইউনিয়ন পরিষদে গিয়ে করতে হলে আবেদনের সময়ই সংশোধন ফি জমা দিতে হয়।
জন্ম নিবন্ধন সংশোধন করতে কত টাকা লাগে
- জন্মতারিখ সংশোধন ফি ১০০ টাকা
- নিজের নাম, মাতা-পিতার নাম, ঠকানা সংশোধন ফি ৫০ টাকা
সংশোধনের ধরন | সংশোধন ফি |
---|---|
নাম, ঠিকানা, পিতা মাতার নাম সংশোধন | ৫০ টাকা |
জন্ম তারিখ সংশোধন | ১০০ টাকা |
জন্ম নিবন্ধন সরকারি ফি কত টাকা
এখন পর্যন্ত জন্ম নিবন্ধন ফি প্রদানে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হয়নি। নিবন্ধক কার্যালয়ে এসকল ফি নগদ গ্রহন করা হয়।
জন্ম নিবন্ধন সরকারি ফি তালিকা
নতুন জন্ম নিবন্ধন আবেদন | |
বয়স ০ থকে ৪৫ দিন পর্যন্ত | প্রযোজ্য নয় |
৪৫ থেকে ৫ বছর পর্যন্ত | ২৫ টাকা |
৫ বছরের বেশি হলে | ৫০ টাকা |
জন্ম নিবন্ধন সংশোধন | |
জন্ম তারিখ সংশোধন ফি | ১০০ টাকা |
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন | ৫০ টাকা |
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | বিনা ফিসে |
বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | ৫০ টাকা |
বাংলাদেশের বাহিরে জন্ম নিবন্ধন ফি
নতুন জন্ম নিবন্ধন আবেদন | |
বয়স ০ থকে ৪৫ দিন পর্যন্ত | Free |
৪৫ থেকে ৫ বছর পর্যন্ত | ১ ডলার |
৫ বছরের বেশি হলে | ১ ডলার |
জন্ম নিবন্ধন সংশোধন | |
জন্ম তারিখ সংশোধন ফি | ২ ডলার |
নাম, পিতা-মাতার নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য সংশোধন | ১ ডলার |
তথ্য সংশোধনের পর বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | Free |
বাংলা ও ইংরেজিতে জন্ম নিবন্ধন সনদের কপি | ১ ডলার |
ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ করতে খরচ
বর্তমানে হাতের লেখা জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য নয় এর জন্য জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইন করতে হয়। ১৩ সংখ্যার হাতের লেখা জন্ম নিবন্ধন থেকে ১৬ ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন করার জন্য আবেদন করতে হয়।
অনলাইনে আবেদন করার সময় কোন প্রকার ফি পরিশোধ করতে না হলেও পরবর্তীতে আবেদন অনুমোদন হলে কাঙ্খিত নিবন্ধ কার্যালয় থেকে জন্ম নিবন্ধন সংগ্রহের সময় ৫০ টাকা ফি পরিশোধ করতে হয়।
ডিজিটাল জন্ম নিবন্ধনের কোন প্রকার ভুল থাকলে তা সংশোধন করার জন্য ফি পরিশোধ করে আবেদন করতে হয়। জন্ম নিবন্ধন সংশোধন অনলাইন আবেদন করার জন্য আগে থেকে কোন ফি দিতে হয় না। তবে সনদ গ্রহনের সময় নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
Note:সরকারি কর বা খাজনা না দেয়া থাকেলে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করার জন্য তা পরিশোধ বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন ফি পরিশোধের নিয়ম
জন্ম নিবন্ধন ফি অফলাইনে ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভা নিবন্ধক কার্যালয়ে জমা দিতে হয়। এখন পর্যন্ত জন্ম কিংবা মৃত্যু নিবন্ধন ফি অনলাইনে পরিশোধ করার কোনো মাধ্যম চালু করা হয়নি।
এই সকল সরকারি ফি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরবর্তী সময়ে চালানের মাধ্যমে সরকারি খাতে জমা করে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি হিসাব রক্ষণাবেক্ষণ করার জন্য অনলাইন পোর্টাল রয়েছে যা শুধু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ব্যবহার করে।
লেখকের কথা
সরকার নির্ধারিত জন্ম নিবন্ধন ফি যাই হোক না কেন জন্ম নিবন্ধন সেক্টরে অনেক স্থানে দুর্নীতি লক্ষ করা যায়। নতুন জন্ম নিবন্ধন আবেদন কিংবা জন্ম নিবন্ধন সংশোধন করতে অতিরিক্ত টাকা নিয়ে থাকে।
একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত দুর্নীতিকে না বলা। তাই আমাদের উচিৎ সরকার নির্ধারিত ফি এর বাহিরে আতিরিক্ত কোন টাকা না দেয়া।
জন্ম নিবন্ধন ফি সম্পর্কিত প্রশ্ন-উত্তর
হাতের লেখা জন্ম নিবন্ধন থেকে ডিজিটাল জন্মদিন করতে কত টাকা লাগে?
পুরনো হাতে লেখা জন্মগ্রহণ থেকে অনলাইন জন্ম নিবন্ধন অর্থাৎ জন্ম নিবন্ধন ডিজিটাল করতে বয়সের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৫০ টাকা ফি দিয়ে হয়।
জন্ম নিবন্ধন সংশোধন ফি কত?
অনলাইন জন্ম নিবন্ধন সনদ ভুল থাকলে তা সংশোধন করার জন্য ৫০টাকা থেকে 100 টাকা ফি প্রদান করতে হয়। জন্মতারিখ পরিবর্তন করতে 100 টাকা ও জন্ম তারিখ ব্যতীত অন্যান্য তথ্য সংশোধন করতে 50 টাকা ফি প্রদান করতে হয়।
নতুন জন্ম নিবন্ধন ফি কত টাকা?
বয়স ৫ বছরের কম হলে নতুন জন্ম নিবন্ধন ফি ২৫ টাকা এবং বয়স ৫ বছরের বেশি হলে ফি ৫০ টাকা। বিদেশে অবস্থানরত মিশন থেকে নতুন জন্ম নিবন্ধন ফি ১ ইউএস ডলার।