ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন
নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন, নির্বাচন অফিস থেকে ভোটার স্লিপও দিয়েছে। ফরম নাম্বার দিয়ে কিভাবে NID Card Download করতে হয় তা না জানার কারণে আপনার জাতীয় পরিচয় পত্রটি এখনো ডাউনলোড করতে পারেননি। তাহলে আপনি সঠিক পথেই আছেন। আমারা এখন ভোটার স্লিপ (voter form) দিয়ে এন আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম জানবো।
ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট রেজিষ্টার করার সময় যাদের জাতীয় পরিচয়পত্র / ফরম নম্বর / জন্মতারিখ ভুল দেখায় এই সমস্যার সমাধান করার কৌশল দেখানো হবে। তাই এই লেখাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
যারা নতুন ভোটার হওয়ার আবেদন করেছেন তাদের আইডি কার্ড অনলাইন হয়ে গেলে মোবাইলে এস এম এস করে তা ইসি অফিস অথবা অনলাইন থেকে ডাউনলোড করতে বলা হয়। আপনিও যদি এই মেসেজ পেয়ে থাকেন তাহলে ভোটার নিবন্ধন স্লিপ দিয়ে অনলাইন থেকে আইডি কার্ড বের করতে পারবেন।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড
ভোটার স্লিপ বা নিবন্ধন ফরম নম্বর দিয়ে অনলাইনে আইডি কার্ড ডাউনলোড করার জন্য NID website https://services.nidw.gov.bd/nid-pub/claim-account প্রবেশ করে স্লিপ নাম্বার, জন্মতারিখ দিয়ে অ্যাকাউন্ট তৈরি করুন। তারপর ফেইস ভেরিফিকেশন করে NID Application System থেকে আইডি কার্ড ডাউনলোড করুন।
- ভোটার নিবন্ধন ফরম / ভোটার স্লিপ
- মোবাইল নাম্বার
- ঠিকানা (বর্তমান ও স্থায়ী)
- স্মার্ট ফোন
উপরের উপাদানগুলো সাথে নিয়ে, যার আইডি কার্ড সে নিজে উপস্থিত থাকতে হবে Face verification করার জন্য। আইডি কার্ড ডাউনলোড করার প্রয়োজনীয় ধাপ ছবি সহকারে বর্ণনা করা হলো-
NID একাউন্ট রেজিস্ট্রেশন
অনলাইন থেকে আপনার NID Card ডাউনলোড করার জন্য NID Application System সাইটে ভিজিট করুন। নিচের ছবির মত ফরম নম্বর ও জন্মতারিখ ইনপুট করার ফরম দেখতে পাবেন। আপনার ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ফরম পূরণ করুন। এরপর সিকিউরিটি ক্যাপচা দিয়ে "সাবমিট" করুন।
সঠিক স্লিপ / ফরম নাম্বার ও জন্মতারিখ দেয়ার পরেও যদি (ERROR) দেখায় তাহলে ৯সংখ্যার ফরম নাম্বারের পূর্বে NIDFN যুক্ত করে ১৪ সংখ্যার নাম্বার দিলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টি আরো সহজ করার জন্য একটি উদাহরণ দিচ্ছি,
ধরে নিচ্ছি, আপনার স্লিপ নাম্বার 695842387 এটাকে NIDFN695842387 এভাবে লিখে সাবমিট করলে কোন প্রকার সমস্যা হবে না।
ঠিকানা যাচাই
স্লিপ নাম্বার এবং জন্মতারিখ সঠিক ইনপুট করলে এবং আপনার আইডি কার্ড অনলাইনে চলে আসলে এই ধাপে আপনাকে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই করতে বলা হবে। বর্তমান এবং স্থায়ী ঠিকানা ড্রপ ডাউন মেনু থেকে নির্বাচন করে দিতে হয়।
মোবাইল নাম্বার Verification
মোবাইল নাম্বার যাচাই করার জন্য আপনার নাম্বারে একটি ৬ সংখ্যার OTP কোড পাঠানো হবে। আপনার মোবাইলে আসা এই কোড বসিয়ে আপনার নাম্বারটি ভেরিফাই করতে হবে। ভোটার আইডি কার্ড করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি যদি আপনার কাছে না থাকে তা হলে নাম্বার পরিবর্তন করার সুযোগ রয়েছে।
ফেইস ভেরিফিকেশন
NID Card Download
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য অ্যাকাউন্টের ড্যাশবোর্ড প্রবেশ করতে হবে। ফেস ভেরিফিকেশন সফল হলে আপনাকে আপনার NID প্রোফাইলে নিয়ে যাবে। এখন হোম মেনুতে প্রবেশ করতে হবে।
আপনি এখন আপনার ছবি ও আপনার পরিচয় পত্রের কিছু তথ্য এবং তার পাশাপাশি এই পেজের নিচের দিকে ডাউনলোড নামক বাটন দেখতে পারবেন। NID Card Download করার জন্য ডাউনলোড বাটনে চাপুন। তারপর আপনার মোবাইল বা কম্পিউটারে জাতীয় পরিচয় পত্রের PDF Download হয়ে যাবে।
ভোটার আইডি কার্ড ডাউনলোড হয়ে গেলে এটি প্রিন্ট করে লেমেনেটিং করে নিলে অরজিনাল জাতীয় পরিচয় পত্রে পরিনত হবে। এই অনলাইন হতে ডাউনলোড করা এনআইডি কার্ড এবং নির্বাচন কমিশন থেকে প্রদান করা NID Card এর মধ্যে কোন প্রকার পার্থক্য নেই।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করা নিয়ে প্রশ্ন উত্তর
জাতীয় পরিচয়পত্র / ফরম নম্বর / জন্মতারিখ ভুল দেখানোর কারন কি?
অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় জাতীয় পরিচয়পত্র / ফরম নম্বর /
জন্মতারিখ আছে এটি দেখানোর প্রথম কারন হতে পারে আপনার আইডি কার্ড এখনো অনলাইনে
আসেনি। ফরম নাম্বারের পূর্বে NIDFN যুক্ত না করে শুধু স্লিপ নাম্বার দিলেও এরকম
দেখায়।
অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত। একটু পরে আবার চেষ্টা করুন। এটা দেখাচ্ছে কাজ হচ্ছে না। উপাই কি??