NID Wallet কি? | এনআইডি ওয়ালেট ব্যাবহার করার নিয়ম জানুন

NID Card ও জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত সকল সেবা একটি অ্যাপের মধ্যে নিয়ে আসার লক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে NID Waller App উদ্ভাবন করা হয়। এনআইডি ওয়ালেট অ্যাপের প্রধান লক্ষ হলো এনআইডি সকল সেবা মোবাইল ফোনের মাধ্যম সকল শ্রেণীর মানুষের কাছে পৌছে দেয়া।

ভোটার আইডি কার্ডের বিভিন্ন সেবা নিশ্চিত করার জন্য এই অ্যাপটি ডেভেলপ করা হলেও বর্তমানে NID Wallet দিয়ে শুধু মাত্র Face Verification  সিস্টেম চালু রয়েছে।

NID Wallet কি

NID Wallet App হলো একটি মোবাইল আপ্লিকেশন, যা এনআইডি ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভিন্ন নাগরিক সেবা প্রদানের লক্ষে ডেভেলপ করা হয়েছে। এখন পর্যন্ত এনআইডি ওয়ালেট শুধু মাত্র এনড্রয়েড ফোনের জন্য চালু করা হয়েছে। তবে শিগ্রই আইফোনের জন্যও ডেভেলপ করা হবে।

জাতীয় পরিচয় পত্র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ও আইডি কার্ড ডাউনলোড link করার ক্ষেত্রে এই  NID Wallet App নিরাপত্তা হিসেবে কাজ করে। যার ভোটার আইডি কার্ড সে ছাড়া অন্য কেউ যাতে NID website এ প্রবেশ করতে না পারে তার জন্য Face Verification System রয়েছে। এই অ্যাপ জাতীয় পরিচয় পত্র এর প্রকৃত মালিক সনাক্ত করে একাউন্টে প্রবেশের অনুমতি প্রদান করে।

NID Wallet app
NID Wallet

যেহেতু NID Account এ নাগরিকের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত থাকে, প্রকৃত নাগরিক ছাড়া অন্য কেউ যেন এসব তথ্য দেখতে না পারে তার নিরাপত্তা হিসেবে Face Verification চালু করা হয়েছে। জাতীয় পরিচয় ওয়েবসাইটে একাউন্ট রেজিস্ট্রেশন করার এক পর্যায়ে QR Code Scan করতে বলা হয়। তখন এই অ্যাপ ব্যাবহার করে QR Code স্ক্যান করে ব্যক্তির ফেস ভেরিফিকেশন করতে হয়। 

এনআইডি ওয়ালেট ব্যাবহার করার নিয়ম জানুন

এনআইডি ওয়ালেট ব্যাবহার করার জন্য প্লে-স্টোর থেকে NID Wallet App link টি আপনার ফোনে ইন্সটল করে নিতে হবে। তারপর অ্যাপটি ওপেন করে আপনার পছন্দের ভাষা বাছাই করুন। QR Code Scan করার জন্য ক্যামেরা পারমিশন দিয়ে এন আইডি ওয়েবসাইটে দেখানো কিউ আর কোড স্ক্যান করুন। মোখমন্ডল ডানে ও বামে নাড়াচাড়া করে Face veify সম্পণ্য করুন।

NID Wallet দিয়ে ফেইস ভেরিফিকেশন করার নিয়ম

NID Wallet App দিয়ে ফেইস ভেরিফিকেশন করার জন্য জাতীয় পরিচয়পত্র ওয়েবসাইটে রেজিস্ট্রশন করতে হবে। একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য একটি QR Code দেখাবে। এখন এই কোডটি nid wallet app দিয়ে স্ক্যান করে ফেস ভেরিফাই করুন।

অ্যাকাউন্ট রেজিষ্ট্রেশন

অনলাইনে NID Card Download অথবা ভোটার আইডি কার্ড সংশোধনlink করার জন্য প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এর জন্য নির্বাচন কমিশন NID Portal ভিজিট করুন।

আপনার NID নাম্বর, জন্ম তারিখ, ঠিকানা দিয়ে একাউন্টে প্রবেশ করুন। এখানে আপনার ফোন নাম্বার ফেরিফাই করার প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র একাউন্ট রেজিষ্ট্রেশন করার পদ্ধতি জানা না থাকলে আমাদের ভোটার আইডি সম্পর্কিত বিস্তারিত পোস্টটি অনুসরণ করুন।

NID Wallet App ডাউনলোড

এন আইডি ওয়ালেট ডাউনলোড করার জন্য আপনার ফোনের Play Store অ্যাপে প্রবেশ করুন। তারপর সার্চ বারে NID wallet লিখে সার্চ করে আপনার ফোনে nid wallet app install link করুন। অ্যাপটি ইনস্টল করার পূর্বে অ্যাপ প্রকাশক Bangladesh Election Commission চেক করে নিবেন।

nid wallet app download

QR Code স্কেন

NID Wallet অ্যাপ দিয়ে QR Code স্কেন করার জন্য প্রথমে অ্যাপটি ওপেন করুন। আপনি যে ভাষায় অ্যাপের লিখা দেখতে চান সি ভাসা সিলেক্ট করুন। তার পর QR Code scan করার জন্য ক্যামেরার ব্যাবহারের পারমিশন দিলেই এটি কাজ করার জন্য প্রস্তুত।

QR Code স্কেন

ওয়েবসাইটে যখন QR code স্কেন করতে বলা হবে, তখন এই এনআইডি ওয়ালেট অ্যাপ দিয়ে কোডটি স্কেন করুন।

ফেইস ভেরিফিকেশন

QR code সফল ভাবে স্কেন করা হয়ে গেলে আপনাকে Face Verification করার ধাপে নিয়ে যাবে। NID Wallet App দিয়ে ফেস ভেরিফাই করার আগে আপনার চোখে চশমা থেকলে সেটি খলে ফেলুন। মাথায় ক্যাপ বা হেড ফোন থাকলে তা খুলে নিন।

ফেইস ভেরিফিকেশন করার জন্য আপনার মোখমন্ডল মোবাইলের কাছাকাছি ও সমান্তরাল রাখুন। তারপর নির্দেশনা অনুসারে ডানে বামে মুখমন্ডল ঘুড়িয়ে আপনার ফেইস ভেরিফিকেশন সম্পূর্ণ করুন।

ফেইস ভেরিফিকেশন

এভাবে NID Wallet অ্যাপ ব্যাবহার করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড ও সংশোধন করার ক্ষেত্রে ফেইস ভেরিফিকেশন করতে হয়। আপনি যদি বার বার ফেস ভেরিফিকেশন ঝামেলা না চান তাহলে আপনার একাউন্টে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করে রাখতে পারেন। পাসওয়ার্ড সেট করা থাকলে পরবর্তী সময় NID Account log In করার জন্য শুধু আপনার username এবং Password দিয়েই লগ ইন করতে পারবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *